না ফেরার দেশে ডোনাল্ড সাদারল্যান্ড

ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন

অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ৮৮ বছর বয়সে মারা যান তিনি।

ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সাদারল্যান্ড প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্য ডার্টি ডজন’, ‘এমএএসএইচ’ ও ‘ক্লুটে’ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ ’ সিনেমার জন্য ব্যাপক সুনাম কুড়ানো এই অভিনেতা।

তিনি ১৯৭০ সালে কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত ‘এমএএসএইচ’ সিনেমায় হকিয়ে পিয়ার্সের ভূমিকায় অভিনয় করেন।

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে সাদারল্যান্ডের জন্ম। রেডিও রিপোর্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান।

লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে উচ্চশিক্ষা নেন। এরপর সেখানকার চলচ্চিত্র ও টেলিভিশনে ছোট ছোট কিছু চরিত্রে অভিনয় শুরু করেন সাদারল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত ‘দ্য ডার্টি ডজন’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ১৯৬৭ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।