প্রধানমন্ত্রী-ইউনুস ডায়লগ—তলোয়ারের সাথে গর্দানের আলাপ

নোবেল বিজয়ী বরেন্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল নানাবিধ বিশেষণে বিভূষিত করেছেন। তালিকাটা বেশ লম্বা। রক্তচোষা, সুদখোর থেকে হেন কোন কিছু বাদ পড়বে না এই তালিকা থেকে। গরীবের ব্যাংকার বলে পরিচিত ইউনুসকে অদ্ভুত কিছু মামলায় আক্ষরিক অর্থে হাইকোর্ট দেখিয়েছেন হাসিনা। এই প্রহসন সম্ভবত আরো কিছুদিন চলবে— হাসিনা ইউনুসকে ডায়লগে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু তলোয়ারের সাথে কি ঘাড় কোন আলাপ-শালাপ করতে পারে? বা মাথার কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বন্দুক ধরে কাউকে আলোচনায় আসতে বলাটা শুধু বাতুল না নির্মম একটা ব্যপার। ইউনুস ভদ্রলোক মানুষ। আজ তিনি হাসিনার প্রস্তাবের জবাব দিয়েছেন। বলেছেন আলোচনার বিষয় ছাড়া তো ডায়লগ হয় না। ইউনুসকে হাসিনার ডায়লগে ডাকার উদ্দেশ্য যে ভরা মজলিশে তাকে অপমান করে মনের ঝাল আরেকবার মেটানো— এটা ইউনুস আদতে বুঝতে পারছেন কিনা আমরা জানি না।নির্যাতিতের সাথে তার নির্যাতনকারীর কি ধরণের আলাপই বা হতে পারে?