ভারী বৃষ্টিতে মঙ্গলবার সকাল পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা

প্রতীকী ছবি

আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

উত্তর বঙ্গোপসাগর ও অনান্য এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, গতকাল সকাল থেকে বৃষ্টিতে রাজধানীর জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। পরিবহন সংকটে পড়েছেন অফিসগামী মানুষজন, বিশেষ করে নারীরা।