বিদেশের কারাগারে বন্দি ১১ হাজার ৪৫০ বাংলাদেশি

বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন বাংলাদেশি বন্দি আটক আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর তথ্য অনুযায়ী— ৩১টি দেশে বাংলাদেশি বন্দি আটক রয়েছেন। যার মধ্যে সৌদি আরবের কারাগারে সর্বোচ্চ ৫ হাজার ৭৪৬ জন আছেন। প্রতিবেশী দেশ ভারতে আটক আছেন ১৫৭৯ জন। অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে ৫০৮ জন, ওমানে ৪২০, কাতারে ৪১৫ জন, গ্রিসে ৪১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪০৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, মিয়ানমারে ৩৫৮ জন।

সরকারদলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন ভারত সরকারের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে জানিয়েছে, বর্তমানে কোনো বাংলাদেশি জেলে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশের কারণে গ্রেপ্তার হয়ে কারাগারে নেই। ভারতের কারাগারে বাংলাদেশিদের আটক থাকার কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশন/হাইকমিশন/উপ-হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের ব্র্যাঞ্চ সেক্রেটারিয়েটের মাধ্যমে যোগাযোগ করে দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।