সমাবেশের জন্য ডিএমপি কার্যালয়ে বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়ে অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৭ জুন) এ বৈঠক শেষে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে দলের যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ডিএমপি কমিশনারের সাথে আমাদের বৈঠক ছিল। তিনি ব্যস্ত থাকায় অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারের সাথে আমাদের বৈঠক হয়েছে।

তিনি বলেন, আমাদের ২৯ তারিখের সমাবেশ করতে সহযোগিতা করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও তিনি এখনও বন্দি। তিনি ইচ্ছেমতো চিকিৎসা নিতে পারছেন না। বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারছেন না। স্বাধীনভাবে চলাফেরা ও রাজনীতি করতে পারছেন না। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের আয়োজন করছি। আমরা আশা করছি, পুলিশ আমাদের সহযোগিতা করবে।

বৈঠকে আরও অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।