ফুটবলকে বিদায় জানালেন বোনুচ্চি

বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার লিওনার্দো বনুচ্চি। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক ভিডিও বার্তায় ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি।

২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু বোনুচ্চির। জুভেন্তাস, ইন্টার মিলান, এসি মিলান- ইতালির শীর্ষ তিন ক্লাবেই খেলেছেন তিনি। তবে নিজেকে কিংবদন্তিদের পর্যায়ে নিয়ে গেছেন জুভেন্তাসের জার্সিতে।

এই ক্লাবটিতে দুই মেয়াদে ১২ মৌসুম কাটিয়েছেন। সব মিলিয়ে খেলেছেন ৫০২ ম্যাচ, জিতেছেন আটটি সেরি আ, চারটি ইতালিয়ান কাপ, পাঁচটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা।

জুভেন্তাস ছেড়ে গত বছরের সেপ্টেম্বরে জার্মান দল ইউনিয়ন বার্লিনে নাম লেখান বোনুচ্চি। গত জানুয়ারিতে যোগ দেন ফেনেরবাচে। সেটিই হয়ে থাকল তার শেষ ক্লাব।

ইতালির জার্সি গায়ে ১২১ ম্যাচে মাঠে নেমেছেন বোনুচ্চি। এরে মধ্যে ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ইতালিয়ান ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।