যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল উইন্ডিজ

গ্রুপ পর্বে একের পর এক চমক দেখালেও সুপার এইটে প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হেরে গেছে তারা।

বাংলাদেশ সময় শনিবার সকালে বারবাডোসের কেনসিংটন ওভালে ক্যারিবীয়দের বিপক্ষে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র। ম্যাচটা ৯ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

যুক্তরাষ্ট্রের ১২৮ রান ৫৫ বল থাকতেই পেরিয়ে গিয়ে রান রেটও বাড়িয়ে নিয়েছে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সুপার এইট শুরু করা দলটা সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে রইল। আর টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।

রোস্টন চেইস, আন্দ্রে রাসেলদের দারুণ বোলিংয়ে জয়ের মঞ্চে তৈরি করেছিল স্বাগতিকরা। পরে ঝড়ো ব‍্যাটিংয়ে বাকি কাজ সেরেছেন শেই হোপ। মাত্র ৩৯ বলে ৪ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৮২ রান করেন হোপ। তবে ম্যাচসেরা হয়েছেন ১৯ রানে ৩ উইকেট নেওয়া চেজ।