মার্তিনেজের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

গোলের পর লাওতারো মার্তিনেজ

মরিয়া হয়ে খেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। পয়েন্ট হারাতে হয় কি না এমন শঙ্কাও তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে লাওতারো মার্তিনেজ ত্রাতা হয়ে এলেন। তার শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম‍্যাচটি ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। বদলি নেমে ৮৮ মিনিটে জয় সূচক গোলটি করেছেন মার্তিনেজ।

প্রথমার্ধে গোলের জন্য ১৩টি শট নিয়েছে আর্জেন্টিনা। ৩টি পোস্টে রাখতে পারলেও গোল হয়নি। বিরতির পর নিকো গঞ্জালেজ একবার চিলির ক্রসবারও কাঁপিয়েছেন। ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। গোলের সুযোগ নষ্ট করেছেন লিওনেল মেসিও।

কানাডাকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‌‘এ’ গ্রুপের শীর্ষে স্কালোনির দল। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে চিলি ও পেরু।