মেসিকে ছাড়াই অনুশীলন আর্জেন্টিনার

কোপা আমেরিকায় বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা লিওনেল স্কালোনির দল এখন অনেকটা নির্ভার। তবে দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক লিওনেল মেসির চোট ভাবাচ্ছে তাদের।

পেশির ব‍্যথার কারণে পেরুর বিপক্ষে ম্যাচের আগে বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করেননি মেসি। যদিও আর্জেন্টিনা দল অনুশীলন করেছে। আর্জেন্টাইন গণমাধ‍্যমের খবর, দলের অনুশীলনের ওই সময়ে বিভিন্ন পরীক্ষা ও ‘কাইনেসিওলজি সেশন’ হয়  মেসির।

চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম‍্যাচে ডান পায়ের ঊরুর সমস্যায় ভুগতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক শুশ্রূষা নেন তিনি। খেলা চলাকালে পরে আরও কয়েকবার নিজেই ঊরুতে মালিশ করতে দেখা যায় তাকে।

পেরুর বিপক্ষে প্রথম পছন্দের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। সেক্ষেত্রে পেরু ম্যাচে মেসির না থাকার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশন এখনও মেসির চোট নিয়ে কিছু জানায়নি। তবে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক লিও পারাদিসো জানান, ইন্টার মায়ামি ফরোয়ার্ড কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত। তার তথ্য অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল থেকে এখনই ছিটকে যাননি মেসি, তবে তাকে খেলানোটা বড় ঝুঁকির হতে পারে।