শেষ ষোলোতেই ইতালির বিদায়

প্রতিভায় ঠাঁসা ইতালির আক্রমণের ধার কমিয়ে রাখতে শুরু থেকেই প্রবল আক্রমণাত্মক ফুটবল খেলল মুরাত ইয়াকিনের শিষ্যরা। আর সেই আক্রমণের তোড়ে কোথায় যেন ভেসে গেল ইতালির ফুটবলাররা। পুরো ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে চেনাই গেল না যে, ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নরা মাঠে খেলছে।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৯ জুন) রাতে শেষ ষোলোর প্রথম ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এ পরাজয়ে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যদের।

এর ফলে ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল সুইসরা। বিশ্বকাপ বাছাই ম্যাচে ১৯৯৩ সালের মে মাসে সবশেষ ১-০ গোলের জয় পেয়েছিল তারা। এরপর ১১ বার মুখোমুখি হলেও কখনও ম্যাচ জিতে ঘরে ফেরা হয়নি সুইসদের। ১১ ম্যাচের ৬টি ড্র এবং ৫টি হারে সুইজারল্যান্ড।

এই হারে ২০ বছর পর ফের কোয়ার্টর ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে ইতালিকে। সবশেষ ২০০৪ সালে শেষ আটে জায়গা করে নিতে ব্যর্থ হয় দলটি।

সুইসদের গোল দুটি করেছেন রেমো ফ্রয়লার ও রুবেন ভারগাস।

এ ম্যাচে ইতালির গোলে ১৬টি শট নেয় সুইজারল্যান্ড, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ১১টি শটের মাত্র ১টি গোলে রাখতে সক্ষম হয় ইতালি।