অবসর প্রসঙ্গে মুখ খুললেন সাকিব

অবসর প্রসঙ্গে মুখ খুললেন সাকিব

জাতীয় দলে অভিষেকের পর দেড় দশক পেরিয়ে গেছে। ক্যারিয়ারের সায়াহ্নে থাকলেও এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এমনটাই বলেছেন তিনি।

অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট-বলে তার বাজে পারফরম্যান্স সেই গুঞ্জন উসকে দেয়। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে, শুধু বাংলাদেশই নয়, আসরজুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ার আফসোসে পুড়ছেন তিনিও।

মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের পর শাহরুখ খানের আরো একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে এ ক্রিকেটার।