ইসরায়েলি সেনা সমাবেশে হামলা

ইসরায়েলি সেনা সমাবেশে হামলা

ইসরায়েলের সেনা সমাবেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

খবরে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহর সামরিক শাখা জানিয়েছে, আমাদের মুজাহিদিনরা জালুল আলম ঘাঁটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ করে কামানের গোলা দিয়ে হামলা হামলা চালিয়েছে।

তারা আরো জানায়, আমরা আল-রামথা ঘাঁটিতে লেবাননের কাফর শোবা এলাকা থেকে হামলা চালিয়েছি। এ হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এদিকে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায়। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেল বিধ্বস্ত হয়। হতাহতের ঘটনাও ঘটেছে। তবে বিস্তারিত জানা যায়নি।