পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

অরুন্ধতী রায়। ফাইল ছবি

বুকারজয়ী ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায় পেন পিন্টার পুরস্কার-২০২৪-এ ভূষিত হয়েছেন।

সাহিত্যে নোবেলজয়ী প্রয়াত হ্যারল্ড পিন্টারের সম্মানে ২০০৯ সালে পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করা হয়। এর পর থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

এর আগে, সাহিত্যিক সালমান রুশদি, ক্যারল অ্যান ডাফি, সৌদি ব্লগার রাইফ বাদাওয়ি, কানাডার লেখিকা মার্গারেট অ্যাটউড এই পুরস্কার পেয়েছেন।

চলতি বছরের ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরিতে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করবেন অরুন্ধতী রায়। সেখানে ভাষণও দেবেন তিনি।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড কিংবা কমনওয়েলথভুক্ত দেশের বাসিন্দাদের মধ্যে সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রতিবছর একজনকে এ পুরস্কার দেওয়া হয়।

এবছর পুরস্কারের জন্য লেখক নির্বাচিত করার কাজটি করেছেন ইংলিশ পেন চেয়ার রুথ বোর্থউইক, অভিনেতা খালিদ আবদাল্লা এবং লেখক রজার রবিনসন।

অরুন্ধতীকে অভিনন্দন জানিয়ে বোর্থউইক বলেছেন, তিনি বুদ্ধি এবং সৌন্দর্যের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

এই বিচারক বলেন, পেন পিন্টার পুরস্কার জয়ের জন্য অরুন্ধতী রায়কে অভিনন্দন। রায় বুদ্ধি এবং সৌন্দর্যের সাথে অন্যায়ের জরুরি গল্প বলেছেন। যদিও ভারত একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে রয়ে গেছে, অরুন্ধতী সেখান থেকে একজন আন্তর্জাতিক চিন্তাবিদ। তার শক্তিশালী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।