দিল্লি বিমানবন্দর কাণ্ডে মোদিকে তোপ তৃণমূল সাংসদের

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ ধসে পড়ে যাওয়ার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। যদিও সরকারি ভাবে মৃতের সংখ্যা ১। আহত আরও ৫।

এ ঘটনায় বিস্ফোরক অভিযোগ করে ঘটনার দায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাড়ে চাপালেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ।

সাকেত গোখলে দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, নির্বাচনের জন্যে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে মোদির বিরুদ্ধে খুনের অভিযোগ কেন দায়ের করা হবে না? প্রচারের জন্য মরিয়া মোদি সরাসরি এই তিনজনের মৃত্যুর জন্যে দায়ী।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতের মাঝে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। এছাড়াও এই দুর্ঘটনার জেরে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।